যশোরে ট্রাকচাপায় ৪ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যশোরের অভয়নগরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নওয়াপাড়া এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালক রাজুর পরিচয় পাওয়া গেছে। সে খুলনার ফুলতলা উপজেলার রাজঘাট সাহাপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
পুলিশ জানায়, নওয়াপাড়ায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন মারা যান। দুর্ঘটনায় আরো চার যাত্রী আহত হয়েছেন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।