রাজনগর উপজেলা আল ইসলাহর কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরে আল ইসলাহের কমিটি কাউন্সিল ও বিশেষ প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ সেপ্টেম্বর শনিবার উপজেলা সদরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত কাউন্সিল অনুষ্ঠানে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে আল ইসলাহর উপজেলা সভাপতি হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি ছিলেন আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য আল্লামা ফখর উদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহের সহ সভাপতি মাও. মুহিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা লুৎফুর রহমান সিরাজী, মাও. আব্দুর রব, মাও. রিয়াজ উদ্দীন, উপজেলা তালামীযের সভাপতি মোহাম্মদ গৌছুজ্জামান প্রমুখ।
রাজনগর উপজেলা আল ইসলাহের ২১ সদস্য কমিটিতে সভাপতি মাও. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাও. রিয়াজ উদ্দীনকে এবং সাংগঠনিক সম্পাদক হা. সুহেল আহমদকে করা হয়েছে। এ কমিটি ২ বছর দায়িত্ব পালন করবে।