কমলগঞ্জে আবার নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব, এক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৪, ১১:২৮ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রিতিনিধ ::
মৌলভীবাজারের কমলগঞ্জে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮ মাসের এক শিশু মারা গেছে। আবহাওয়ার তারতম্যের কারণে সম্প্রতি দ্বিতীয় দফা নিউমোনিয়া ও ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত ৫টি শিশু গতকাল ১০ সেপ্টেম্বর শুক্রবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বিকালে বাড়ি ফিরে গেলেও আজ শনিবার ১২ জন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় দু’জন গ্রাম্য চিকিৎসক জানান, তারা গত তিন দিন ধরে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন করে নিউমোনিয়া আক্রান্ত শিশুর চিকিৎসা সেবা দিয়েছেন। পাশাপাশি প্রতিদিন গড়ে ৮ জন করে ডায়রিয়া আক্রান্ত রোগীর সেবা দিয়েছেন।
শমশেরনগর চা বাগানস্থ ডানকান ব্রাদার্সের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন আধুনিক হাসপাতালে বিভিন্ন চা বাগান থেকে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা এ হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
এদিকে শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শমশেরনগর বাজারে মোহাম্মদ সেরন নামের ৭ মাস বয়সের এক শিশু মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। তার অবস্থা খারাপ হলে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে শনিবার সকাল ৮টায় শিশুটি মারা যায়। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সত্যকাম চক্রবর্তী নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাবের সত্যতা নিশ্চিত করে বলেন, তবে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রাদুর্ভাব তেমন ব্যাপক আকার ও গুরুতর নয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্য মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নিউমোনিয়ায় আক্রান্ত তিনটি শিশু ও ডায়রিয়া আক্রান্ত নয়জন রোগী ভর্তি আছে। নিউমোনিয়া আক্রান্ত হয়ে শমশেরনগরে একটি শিশু মারা যাওয়া সম্পর্কে স্বাস্থ্য কর্মকর্তা কিছুই জানেন না বলে জানান।