রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে গোলাগুলি: আটক ১৮
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৪, ১০:১৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরের পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামে খরের ঘরে আগুন লাগার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রাজনগর থানার পুলিশ ১৮জনকে দেশিয় অস্ত্রসহ আটক করেছে। আজ ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে আটককৃতদের মৌলভীবাজার জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামে বাদশা মিয়া ও খেলা মিয়ার মধ্যে পারিবারিক সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার রাতে খেলা মিয়ার খরের ঘরে আগুন লাগায় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। গতকাল ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে খেলা মিয়া উপজেলার বিভিন্ন গ্রামের যুবকদের নিয়ে ওই গ্রামে গেলে আবারো উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় মুখোমুখি অবস্থান নিলে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনাস্থলে দুই রাউন্ড গুলি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ আলমের নেতৃত্বে মৌলভীবাজার থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে বহিরাগত ১৮ জনকে আটক করে। আটকৃতরা হল: পদিনাপুর গ্রামের সম্রাট জাহাঙ্গীর (২৭), শাবাজপুর গ্রামের দিলাল মিয়া (৩৬), খারপাড়া গ্রামের রাসেল আহমদ (২৪), সাহেবপুর গ্রামের শিমুল আহমদ (২৪), পাঠানটুলা গ্রামের জাকির খান (২৬), উত্তরঘরগাও গ্রামের সোহেল আহমদ মিটু (২৫), একই গ্রামের বাবলা মিয়া (২৪), তারাপাশা গ্রামের সাইফুর রহমান (২৪), ধুলিজুড়া গ্রামের খেলা মিয়ার ছেলে রুকন আহমদ (২০), ইলাশপুর গ্রামের মিজানুর রহমান (২০), পদিনাপুর গ্রামের রুনু মিয়া (২৫), একই গ্রামের রুবেল মিয়া (২২), ধুলিজুড়া গ্রামের আব্দুস সালাম তুরণ (২০), পাঁচগাঁওর জুবেল আহমদ (১৮) একই গ্রামের জুনার্দন দাস (২০), পূর্ব নোয়াগাঁওর ফয়ছল মিয়া (২২) এবং সিলেট কতোয়ালী দরগা মহল্লার ইরফান খান (২৪) ও ওসমানীনগর থানার আলীপুর গ্রামের জুনেদ আহমদ (২৫)। আজ শনিবার দুপুরে তাদেরকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়। এদিকে খেলা মিয়া জানান, আটককৃতরা আমার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল।
রাজনগর থানার ওসি (তদন্ত) মারুফ হোসেন বলেন, আটককৃতদের কোর্টে পাঠানো হয়েছে। এখানে কয়েকজন ভাড়ায় সংঘর্ষে গিয়েছিল। বিষয়টির তদন্ত হচ্ছে। এখনো কেউ মামলা দেয়নি।