হবিগঞ্জের চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৪, ৭:৪৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে রফিক মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুনারুঘাট থানা পুলিশ লুৎফর রহমান (২৮) ও ইব্রাহীম মিয়া (৪৫) নামে দু’জনকে আটক করেছে।
১১ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চান্দপুর বস্তি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া চান্দপুর বস্তি গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।
আহতদের মধ্যে নিহত রফিকের স্ত্রী জোসনা বেগম (২৫), মা নুরজাহান বেগম (৫০), ভাই সালাহ উদ্দিন (৩৫) ও ইখতিয়ার উদ্দিনকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং রফিকের বোন তাসলিমা আক্তার (২০) ও ভাই নাসির উদ্দিনকে (২৭) চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাতিন মিয়াসহ (২৫) আহত বাকি চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে রফিক মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই লুৎফর রহমান, ইব্রাহীম মিয়া, বাতিন মিয়া ও ইলিয়াস মিয়ার পূর্ব বিরোধ রয়েছে।
বিরোধ মীমাংসার জন্য আজ শনিবার সকাল ১০টার দিকে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সালিশের আগেই সকাল ৮টার দিকে লুৎফুর রহমান, ইব্রাহীম, বাতিন ও ইলিয়াস লোকজন নিয়ে রফিকের বাড়িতে হামলা চালান। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে রফিকসহ অন্তত ১১ জন আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।