বাংলাদেশ বিপদমুক্ত, ভারতের পথে ঘূর্ণিঝড় ‘হুদহুদ’
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৪, ৬:৫৩ পূর্বাহ্ণ
রোববার ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতির অতি-প্রবল ঘূর্ণিঝড় ভারতের ওড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে।
পূর্বদিক ডেস্ক ::
আগামিকাল রোববার ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতির অতি-প্রবল ঘূর্ণিঝড় ভারতের ওড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গও বিপদমুক্ত।
গত সপ্তাহের শুরুতে আন্দামান দ্বীপের কাছে ঘূর্ণিঝড় হুদহুদের উৎপত্তি হয়।
ভারতীয় আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ শুক্রবার আরও ঘনীভূত হয়ে ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হয় হুদহুদ। সময়ের সঙ্গে সঙ্গে সাগরে বেশি সময় অবস্থান করায় জলীয়বাষ্প টেনে শক্তি বৃদ্ধি করছে। রোববার দুপুরে উত্তর অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনামের আশপাশে আঘাত হানতে পারে।
বাংলাদেশের আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ শুক্রবার দুপুরে হুদহুদের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পশ্চিমবঙ্গে আলিপুরের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত নাগাদ হুদহুদ আরও শক্তিশালী হয়েছে। বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫৫ কিলোমিটার হয়।
হুদহুদের প্রভাবে আগামী শনিবার বিকেল থেকে পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও ২৪ পরগনায় ভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।