বড়লেখায় বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৪, ৬:৪১ পূর্বাহ্ণ
বড়লেখা সংবাদদাতা ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হরিপুর এলাকার থেকে আজিরউদ্দিন (৫৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১০ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আজির উদ্দিন দক্ষিণভাগ ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, আজিরউদ্দিন বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে আজির উদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিষয়টি পূর্বদিককে নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।