আগামীকাল থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু
প্রকাশিত হয়েছে : ৮ অক্টোবর ২০১৪, ২:২৭ অপরাহ্ণ
সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমান আগামীকাল ৯ অক্টোবর থেকে ফিরতি হজ ফ্লাইট চালু করবে।
বিমানের একজন মুখপাত্র আজ সাংবাদিকদের জানান, ‘আমরা বিমানের বিজি-২০১২ প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪১৯ জন হাজিকে ফিরিয়ে আনব। এই ফ্লাইটটি জেদ্দার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জেদ্দা থেকে ছাড়বে।’
তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমান আগামী ৮ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী ফিরতি হজ ফ্লাইট চালু রাখবে। ১৩৪টি ফ্লাইটে অর্ধেক বাংলাদেশি হাজিদের ফিরিয়ে আনা হবে।
বিমান ফিরতি হজ ফ্লাইটে হাজীদের অতিরিক্ত মালামাল পরিবহনের ঘোষণা দিয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রত্যেক হাজী ব্যাগে সর্বোচ্চ ৪০ কেজি ছাড়াও হাত ব্যাগে ৭ কেজি মালামাল আনতে পারবেন।
বিমান গত ২৭ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু করে এবং তা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। বিমান ৫০ হাজার ৩২৯ জন হজ যাত্রী বহন করে। যা বিমানের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
বিমান সূত্র জানায়, এ বছর বিমান তার নিজস্ব এয়ারক্রাফট দিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু করে এবং ৬০ থেকে ৭০ কোটি টাকা বাঁচাতে সক্ষম হয়েছে।
হজ ফ্লাইট পরিচালনায় বিমান ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ইকোনোমি ও বিজনেস ক্লাসের জন্য বিমান ভাড়া যথাক্রমে ১৫০০ ও ২৫০০ মার্কিন ডলার নির্ধারণ করে।