ছাতক-দোহালিয়া সড়কে যান চলাচল বন্ধ যাত্রীরা চরম দূর্ভোগে
প্রকাশিত হয়েছে : ৪ অক্টোবর ২০১৪, ১০:৩৭ পূর্বাহ্ণ
ছাতক সংবাদদাতাঃ ছাতক-দোহালিয়া সড়কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল। এনিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা পর থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দোয়ারাবাজার উপজেলা একাংশের সাথে ছাতকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জানাযায়, বুধবার বিকেলে ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামের সিএনজি চালক হেলাল আহমদ, আখতার হোসেন, আঙ্গুর মিয়া ও যাত্রী আকিলকে তুচ্ছ ঘটনা নিয়ে মারধর করে দোহালিয়া ষ্ট্যান্ডের চালকরা। বিষয়টি নিস্পত্তি না হওয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ছাতক থেকে ফেরার পথে দোহালিয়া ষ্ট্যান্ডের রাজনপুর গ্রামের সিএনজি চালক মঈনুল, আখতার ও নসিমকে মারধর করে আন্ধারীগাঁও ষ্ট্যান্ডের চালকরা। এসময় দোহালিয়া সংলগ্ন প্রতাপপুর এলাকায় আন্ধারীগাঁ গ্রামের সিএনজি চালক জালাল ও কয়েছ আহমদকে মারধর করা হয়। এনিয়ে দু’ষ্ট্যান্ডের পরিবহন শ্রমিকদের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা। ফলে সড়কের আন্ধারীগাঁও-প্রতাপপুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা পড়েন চরম দূর্ভোগে।