হংকং এর গণতন্ত্রপন্থীদের আলোচনায় না বসার হুমকি
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০১৪, ২:১৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক ::
হংকং-এ রাস্তায় অবস্থান নেয়া বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও বেইজিং-সমর্থকদের সংঘর্ষের পর গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো বলছে, তাদের ওপর আক্রমণ বন্ধ না হলে তারা শহরের কর্তৃপক্ষের সাথে প্রস্তাবিত আলোচনায় বসবে না।
পুলিশ ও বেজিংসমর্থকরা বিক্ষোভকারীদের হটিয়ে দেবার চেষ্টা করলে আজ তাদের মধ্যে সংঘর্ষ হয়। হংকং এর পরবর্তী নেতা নির্বাচনের জন্য সম্পূর্ণ অবাধ ভোটাভুটির দাবিতে এই আন্দোলন চলছে এক সপ্তাহ ধরে।
হংকং-এর বর্তমান নেতা সি ওয়াই লিউং এর আগে বিক্ষোভতকারীদের সাথে যে আলোচনার কথা বলেছিলেন তা কবে হবে এটা নিশ্চিত নয়।
শুক্রবার সকাল থেকেই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা বাড়ছিল। বিক্ষোভের পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি হয় কয়েক জায়গায়।
কাউলুনের প্রধান বাণিজ্যিক এলাকায় বিক্ষোভকারীদের কিছু তাঁবু ভেঙে দেয় তাদের প্রতিপক্ষ।
গণতন্ত্রপন্থীদের দেয়া ব্যারিকেডও সরিয়ে নেয়ার খবর এসেছে আরেকটি এলাকা থেকে।
সরকারের ইন্ধনেই এসব ঘটনা ঘটছে, এমন ইঙ্গিত করে বিক্ষোভকারীরা এরপর আল্টিমেটাম দেয়, এসব বন্ধ না হলে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসবে না।
হংকং এর এই বিক্ষোভকে ঘিরে এখন স্পষ্টতই সব পক্ষই একটা আপাত কঠোর অবস্থান নিচ্ছে।
কমিউনিস্ট পার্টির পত্রিকা পিপলস ডেইলি আন্দোলনকারীদের সঙ্গে কোন আপোষ নয় বলে কঠোর ভাষার এক সম্পাদকীয় প্রকাশ করে আজ।
হংকং এর কর্তৃপক্ষ যদিও ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে রাজী হয়েছে, বেইজিং থেকে কঠোর অবস্থান গ্রহণের বার্তাই আসছে।
বেইজিং এর কমিউনিস্ট পার্টির মধ্যে এমন আশংকা বাড়ছে যে, হংকং এর এই বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে মূল ভূখণ্ডেও। তাই সেখানে কঠোর নজরদারির পাশাপাশি সামান্যতম বিক্ষোভের চেষ্টাও কঠোর ভাবেই দমন করছে কর্তৃপক্ষ।