ইরাকে আইএস জঙ্গি-নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ, নিহত ৫৭
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০১৪, ১:৫৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইরাকের পশ্চিমাঞ্চলের দুটি শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত ৫৭ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ইরাকের নিরাপত্তা বাহিনীর ১৭ জন সদস্যও রয়েছেন।
ইরাকের নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার ভোররাতে রাজধানী বাগদাদের ১৫০ কিলোমিটার পশ্চিমে হীত শহরে আইএস জঙ্গিরা স্থানীয় পুলিশ সদর দফতরে হামলা চালালে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে অন্তত ২০ জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়।
হীতের পুলিশ কর্মকর্তা কর্নেল জব্বার আল-নিমরাবি এএফপিকে বলেন, ‘প্রথমে জঙ্গিরা পুলিশ সদর দফতরের প্রবেশ পথে গাড়ি বোমা হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধলে ২০ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় সাত পুলিশ ও চার সেনা সদস্যও নিহত হয়।’
এর আগে বুধবার রাতে বাগদাদের ১০০ কিলোমিটার পশ্চিমে রামাদি শহরের উপকণ্ঠে সেনাবাহিনীর অষ্টম ব্রিগেড সদর দফতরে হামলা চালায় আইএস জঙ্গিরা। এসময় নিজেদের আত্মঘাতী হামলায় ১৩ জন ও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আরও সাত জঙ্গি নিহত হয়। এছাড়া সংঘর্ষে ছয় সেনা সদস্যও প্রাণ হারান।
সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আওয়াদ আল-দুলাইমি বলেন, ‘তিন দিক থেকে এক সঙ্গে হামলা চালায় জঙ্গিরা। তারা প্রথমে একটি সাজোয়া যান ব্যবহার করে আত্মঘাতী হামলা চালিয়ে সদর দফতর ভবনে প্রবেশের চেষ্টা করে। এই আত্মঘাতী হামলাতেই ১৩ জঙ্গি নিহত হয়। পরে সেনা সদস্যদের গুলিতে নিহত হয় আরও সাত জঙ্গি।’
এ ঘটনায় সেনাবাহিনীর ছয় সদস্যও মারা যান বলে জানান সেনা কর্মকর্তা দুলাইমি।