রাজনগরে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৪
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০১৪, ১:৩১ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরের গড়গাঁওয়ে জুমার নামাজের পূর্বে বাগবিতণ্ডার জের ধরে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রতিপক্ষের উপর এক পক্ষ গুলি চালালে ২ জন গুলিবিদ্ধসহ ৪জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুজনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটে ৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩টার সময়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামে বিগত জাতীয় নির্বাচনের পূর্ব থেকে বিবদমান দুটি পক্ষ ছিল। গত ২৩ আগস্ট রাজনগর বাজারে সাবেক চিপ হুইপ গ্রুপ ও সমাজকল্যাণ মন্ত্রী গ্রুপের মধ্যে সংঘর্ষের পর থেকে ওই দুই পক্ষে বিরোধ তুঙ্গে উঠে।
আজ শুক্রবার গড়গাঁও গ্রামের বালিদীঘিরপাড় জামে মসজিদে সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজার বক্তব্যের পর জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সেক্রেটারি সমাজকল্যাণ মন্ত্রীর সমর্থক ক্বারী শামছুল হক মাইক নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে রাজনগর বাজারে আয়োজিত মিছিলে শরিক হওয়ার আহ্বান জানান। এ সময় ওই গ্রামের আব্দুর রহিম তার বক্তব্যের সময় বিরুপ মন্তব্য করেন। এ নিয়ে দুই পক্ষ মসজিদে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে নামাজ শেষ হওয়ার পর দুই পক্ষই চলে যায়। পরবর্তীতে উভয় পক্ষ সংঘর্ষেল প্রস্তুতি নেয়। উভয় পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে আসে। বালিদীঘিরপাড় জামে মসজিদের সামেন উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে কারী শামছুল হকের পক্ষে ৪ রাউন্ড গুলি ছুড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে রাজনগর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষের সময় দুই জন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। আহতরা হলেন- জাভেদ মিয়া (৩২), শিপন মিয়া (২৪), সুশেল মিয়া (২৬) ও আশিক মিয়া (২১)। গুলিবিদ্ধ জাভেদ ও শিপনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দীন বলেন, গড়গাঁও গ্রামে দুই পক্ষের সংর্ঘষের সময় গুলি ছুড়ার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।