আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন সুলতান মো. মনসুর
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০১৪, ১:২১ অপরাহ্ণ
নাজমুল ইসলাম ::
মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমদ কুলাউড়ায় এক কর্মীসভায় আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন।
অবশ্য এই কর্মী সমাবেশে আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ দলের দায়িত্বশীল অনেক নেতাই ছিলেন অনুপস্থিত। তবে উপস্থিত ২ ইউপি চেয়ারম্যান তাঁর এই সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষন করেন।
৩ অক্টোবর শুক্রবার দুপুরে কুলাউড়ায় এই কর্মী সমাবেশে আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংঙ্গঠনের নেতাকর্মীর উদ্দ্যেশ্যে তিনি বলেন, দীর্ঘদিন আমাকে দলে নিস্ক্রিয় করে রাখা হয়েছে। কাজেই দেশ ও জনগনের পক্ষে আমার যে ভূমিকা থাকার কথা ছিল তা থেকে আমি বঞ্চিত। ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে যারা দল ও দেশের জন্য উপযুক্ত তাদেরকে নিষ্ক্রিয় করে রেখে আওয়ামী লীগে ইনু, এইচটি ইমামদের নিয়ে কচি কাঁচার আসর বসানো হয়েছে। জাতীয় সংকট ঘনীভূত হচ্ছে। দুর্বৃত্তায়িত রাজনীতির কবলে পড়ে জাতীর ঐক্যের ফাঁটল ক্রমাগত প্রশস্থ হচ্ছে। এমতাবস্থায় একজন রাজনৈতীক কর্মী হিসেবে ঘরে বসে বসে আমি নিঃশেষ হতে পারি না।
তিনি আরও বলেন, আমার হাতে দুটি অপশন আছে- হয় রাজনীতি বাদ দেয়া নতুবা রাজনীতিতে সক্রিয় হওয়া। আর রাজনীতি সক্রিয় হতে গেলেতো আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হতে পারব না। তিনি দৃঢ় কন্ঠে বলেন বঙ্গবন্ধু, জয়বাংলা আর মুজিব কোট পরিহার করে রাজনীতি করব না। তবে অবৈধ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাথে তিনি আর সম্পৃক্ত থাকছেন না।
তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগ করেন তাদেরকে আমি আমার পক্ষে থাকার জন্য জোর করব না। শুধুমাত্র যারা মনে করবেন আমার সিদ্ধান্ত সঠিক তারাই আমার রাজনৈতিক যাত্রায় সহযাত্রী হতে পারবেন। অন্যথায় আপনারা যেমনটা ছিলেন তেমনটাই থাকবেন। যেখানেই থাকিনা কেন কুলাউড়ার ব্যাপারে আমার ভূমিকা অতীতের মত থাকবে।
উল্লেখ্য এতদিন ঢাকায় বিভিন্ন সভায় সুলতান মো. মনসুর বর্তমান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বললেও এই প্রথম তার নির্বাচনী এলাকায় কর্মী সভায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটে সুলতান মো. মনসুর তৃণমুল আওয়ামী লীগ নেতা হিসেবে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।