বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০১৪, ১:০২ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় দুর্গাপূজার মণ্ডপে মাইক্রোফোনের তারে জড়িয়ে তানেশ বিশ্বাস (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
গত ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। সে উপজেলার দাসের বাজার ইউপির পানিশাইল গ্রামের মনিন্দ্র বিশ্বাসের পুত্র ও দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, গতকাল সকালে পুজা মন্ডপে মাইক্রোফোনের তারে নড়াচড়া করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পূজাকমিটির আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ সৎকারের ব্যবস্থা করা হয়েছে।