লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে কামালবাজার তালামীযের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ৬:৩৫ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা প্রতিনিধি # হজ্ব ও মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি করায় লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়ন শাখা। বৃহস্পতিবার বাদ আছর কামাল বাজার কুড়িরগাঁও জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি কামাল বাজার সিএনজি স্ট্যান্ডে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালামীযে ইসলামিয়া কামাল বাজার ইউপি শাখার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া পশ্চিম থানার সাবেক প্রচার সম্পাদক মাওলানা খালিছুর রহমান, আনজুমানে আল ইসলাহ কামাল বাজার ইউপি সমাজ কল্যাণ সম্পাদক কাজী ছালিক আহমদ, কুড়িরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা সুহেল আহমদ, আল ইসলাহ নেতা মাওলানা খলিল আহমদ। আরো বক্তব্য রাখেন তালামীয ইসলামিয়া কামাল বাজার ইউপি সহ-সভাপতি ইমরান আহমদ, মাহবুব, রেদুয়ান হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মাছুম আহমদ, অর্থ সম্পাদক আব্দুর রহমান, হাফিজ জাহের আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হজ্ব ও মহানবী (সা:) কে নিয়ে লতিফ সিদ্দিকী যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন তা অমার্জনীয় অপরাধ। এ জন্য শুধুমাত্র মন্ত্রী সভা থেকে তাকে বাদ দিলেই হবেনা তাকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। এ সময় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, তার শাস্তি প্রদানে কোন ধরনের টালবাহানা করা হলে তার পরিণতি হবে খুবই ভয়াবহ। পরে দোয়ার মাধ্যমে সমাবেশে সমাপ্তি ঘোষণা করা হয়।