সদর উপজেলায় আশফাক চৌধুরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ৬:২০ অপরাহ্ণ
সিলেট সদর সংবাদদাতা # শারদীয় দূর্গাপূজার গতকাল ২ অক্টোবর বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের নোয়াগাঁও পুষ্পালয় যুবসংঘ পূজামন্ডপ, মোগলগাঁও ইউনিয়নের রামকৃষ্ণপুর, কান্দিরগাঁও ইউনিয়নের মেদিনী মহল সার্বজনীন পূজামন্ডপ, হাটখলা ইউনিয়ন পূজামন্ডপ, জালালাবাদ ইউনিয়নের বাছাইপার ও সরদারেরগাঁও, খাদিমনগর ইউনিয়নের খাদিম চা বাগান, বুরজান চা বাগান, ছড়াগং চা বাগার, খাদিমপাড়া ইউনিয়েনের বটেশ্বর সার্বজনীন পূজামন্ডপ, পীরের বাজার পূজামন্ডপ, বহর মনিপুরী পাড়া পূজামন্ডপ, বহর বাহুবল পূজামন্ডপ, মেজরটিলা মরিলা পূজামন্ডপ, কুলাউটি পূজামন্ডপ, জালালনগর সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, জালালাবাদ থানার ওসি আখতার হোসেন, উপজেলা আ’লীগে যুগ্ম সম্পাদক এডভোকেট আফছর আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বদরুল ইসলাম, এইচএমএ মালিক ইমন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, মনজু মেম্বার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জিয়াউদ্দিন, নিজাম উদ্দিন মেম্বার, আব্দুল মছব্বির, রওশন আলী দুলাল, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জেলা যুবলীগ নেতা সায়েস্তা তালুকদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আজাদুর রহমান সামাদ, খাদিমপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী, বিকাশ চন্দ্র দাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিত আলম শফিক, ইউনিয়ন আ’লীগের সভাপতি মছদ্দর আলী, জেলা যুবলীগ নেতা রুহুল তালুকদার, মনতাকা আহমদ, মকবুল হোসেন, আব্দুল খালিক, এমদাদ আহমদ, শামসুল হক, ইউনুস মিয়া। পূজারীদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতিষ দত্ত, সন্তোষ দে, পুতুল চন্দ, শীতল চন্দ, ছানা চন্দ, দিলু চন্দ, মানিক চন্দ, লিটন চন্দ, সুমন চন্দ, হরিপদ পাল, পবিত্র পাল, পরিমল পুরকায়স্থ, অমিয়ভূষণ পাল, বাদল পাল, শুভ পাল, রিন্টু পাল, সুজন দে, অজিত পাল, অবিনাস পাল, সুবল পাল, লিটন পাল, উজ্জ্বল পাল, দীপংকর পাল, নিতাই বাবু, দীপা বাবু প্রমুখ।
পূজামন্ডপ পরিদর্শনকালে পূজারীদের উদ্দেশ্যে আশফাক আহমদ বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশে এক সাথে পূজা এবং ঈদ উদযাপিত হচ্ছে। এতে আমাদের মধ্যে কোন ধরনের হানাহানি বিদ্বেষ নেই। তাই যার যার ধর্ম সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি।