রাজনগরে বিজিবি-এলাকাবাসী সংর্ষের ঘটনায় ২ মামলা, আসামী শতাধিক
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ১২:৩৩ অপরাহ্ণ
রাজনগরের ডেফলউড়া গ্রামে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-র সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় ২টি মামলা করা হয়েছে। মামলায় শতাধীক গ্রামবাসীকে আসামী করা হয়েছে। সংঘর্ষের সময় আটক ইউপি সদস্য এনামুল হক চৌধুরীকে করা হয়েছে মামলার প্রধান আসামী।
রাজনগর প্রতিনিধি
রাজনগরের ডেফলউড়া গ্রামে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-র সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় ২টি মামলা করা হয়েছে। এসব মামলায় শাতাধীক গ্রামবাসীকে আসামী করা হয়েছে। সংঘর্ষের সময় আটক ইউপি সদস্য এনামুল হক চৌধুরীকে মামলায় প্রধান আসামী করা হয়েছে। সরকারি কাজে বাধা দান ও হামলার ঘটনায় মামলা দুটি করেন বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান। মামলায় ১৫জনের নাম উল্লেখ রয়েছে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৫২ ব্যাটালিয়ানের কমান্ডার ল্যা. কর্নেল মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে বিজিবির ২০ সদস্যের একটি দল রাজনগর থানার ডেফলউড়া গ্রামের মো. মোস্তফা মিয়ার বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারের অভিযানে আসে গত ১ অক্টোবর বুধবার। তল্লাশি চলাকালে ওই এলাকার শাতাধিক লোকজন দেশিয় অস্ত্র নিয়ে হামলা ও ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় আত্মরক্ষার্থে বিজিবি ৮ রাউন্ড গুলি চালায়। ইটের আঘাতে বিজিবির সদস্য হাবিলদার মোতাহার হোসেন আহত হন। ঘটনাস্থল থেকে বিজিবি ইউপি সদস্য এনামুল হক চৌধুরী (৩৫), প্রশান্ত দেব সাগর (৩৬), আনখার মিয়া (৪৫), বাহরাম মিয়া (৪৫), সালামত মিয়া (৪৩) কে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে বিজিবি অভিযান চালিয়ে ৭৭৫ পিছ ভারতীয় বিড়ি ও ১৮৬ টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। বিজিবি-৫২ কামান্ডার ল্যাফনেটেন্ট কর্নেল মোহাম্মদ রেজাউল হক রেজা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে এসেছিলাম। তল্লাশি চলাকালে শতাধিক লোক দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা এসময় ৮ রাউন্ড গুলি ছুড়ি। এ ঘটনায় রাজনগর থানায় মামলা করা হয়েছে।