ফেঞ্চুগঞ্জে ভুয়া সনদ-পত্রে কাজী নিয়োগ লাভের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ১১:৩৫ পূর্বাহ্ণ
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা ::
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নবসৃষ্ট ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে নিয়োগ লাভের জন্য ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার গঙ্গাপুর গ্রামের মৃত ফরমুজ আলীর পুত্র মো. আব্দুন নূর আলিম ও দাখিল পরীক্ষার ভুয়া সনদপত্র সৃজন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ লাভের জন্য আবেদন করেন। দাখিলকৃত সনদপত্র অনুযায়ী তিনি বিশ্বনাথ দারুল উলূম ফাযিল মাদ্রাসার ছাত্র হিসেবে দাখিল ও আলিম পরীক্ষায় পাস করেছেন। ১৯৯০ সালে দাখিল পরীক্ষায় তার কেন্দ্র বালাগঞ্জ ও রোল নং-অ ০৩২৭৯৩ এবং ১৯৯২ সালে আলিম পরীক্ষার কেন্দ্র বালাগঞ্জ রোল নং-চ ৮৭১৭৮৫।
এ ব্যাপারে বিশ্বনাথ দারুল উলূম ফাযিল মাদ্রাসায় যোগাযোগ করা হলে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুমান আহমদ জানান, বিশ্বনাথ মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র কোনকালে বালাগঞ্জে ছিল না। তিনি মাদ্রাসার রেকর্ডপত্র যাচাই করে উক্ত আব্দুন নূরের কোন তথ্য পাননি বলে প্রত্যয়ন করেন।