এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ১১:২৪ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট ::
ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে আগাম সতর্কতা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক বন্ধের দিনে গ্রাহকরা প্রয়োজন মেটাতে এটিএম বুথ থেকে যে কোনো সময় যেন টাকা তুলতে পারেন সে জন্য সব প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
১ অক্টোবর বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করে সব ব্যাংকে প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোতে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পবিত্র ঈদুল আজহার ছুটি। এ সময়ে জনসাধারণের নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের স্বার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হলো। একই সঙ্গে এটিএম বুথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
ঈদের আগে ও ঈদের ছুটির দিনগুলোতে এটিএম বুথে টাকা না থাকা কিংবা বাড়তি চাপের কারণে নেটওয়ার্কে সমস্যা সৃষ্টি হয়ে ‘আউট অব সার্ভিস’ লেখা আসার ঘটনা বেশি ঘটে। এসব কারণে গ্রাহক নানা বিড়ম্বনার শিকার হন। বিশেষ করে ঈদের ছুটির দিনগুলোতে এ ধরনের ঘটনা বেশি লক্ষ্য করা যায়। এমন পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।