সিলেটে ট্রেনে কাটা পড়ে ১জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ১০:৪৬ পূর্বাহ্ণ
সিলেট ::
সিলেটে ট্রেনে কাটা পড়ে হুশিয়ার আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে খাজাঞ্জিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুশিয়ার আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্জি ইউনিয়নের গমরাকুল গ্রামের ইসকান্দর আলীর ছেলে। তিনি খাজাঞ্জি বাজারে ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হুশিয়ার আলী নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রেলপথে দিয়ে হেঁটে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় ছাতক থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সিলেট রেলওয়ে পুলিশ বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে।
সিলেট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ছাতক ট্রেন’ নামক লোকাল ট্রেন-৩৪১ এর নীচে তিনি কাটা পড়েন।
নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।