লামা ও চকরিয়ায় বজ্রপাতে মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ১০:৩২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় বজ্রপাতে মা-মেয়েসহ ৫ জন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হালকা বৃষ্টি চলাকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলীর বিল নামক স্থানে বৃষ্টির সময় ৮-১০ জন লোক একটি দোকানে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ওই এলাকার আলী আহমদের ছেলে নুরুল হুদা (৩৫), ফজর আলীর ছেলে আজগর আলী (৩৮) ও খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আলী আহমদ (৫০) মারা যান।
অপর ৪-৫ জন ওই সময় জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে একই সময় বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীর আগা নামক স্থানে বজ্রপাতে নিজ বাড়ির উঠানে প্রাণ হারিয়েছে হাবিবুর রহমানের স্ত্রী জাহেদা বেগম (৫৫) ও মেয়ে নাছিমা বেগম (১৫)।
ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোছাইন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।