মৌলভীবাজারে আল ইসলাহ তালামীযের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লতিফ সিদ্দিকীকে তসলিমার মতো দেশ ছাড়া করা হবে
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ১০:০১ পূর্বাহ্ণ
হজ্ব ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ। বিক্ষোভ শেষে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় মৌলভীবাজার টাউন দেওয়ানী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে কুসুমবাগ চত্বরে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহর মৌলভীবাজার পৌর শাখার সভাপতি সৈয়দ ইউনুছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম, খালিশপুর রহমানিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, সদর উপজেলা আল ইসলাহর সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান সিরাজী, তালামীযের জেলা সেক্রেটারী জায়েদ আহমদ চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, হজ্ব ও মহানবী (সা.) নিয়ে লতিফ সিদ্দিকী যে সীমাহীন ধৃষ্টতা প্রদর্শন করেছে তা অমার্জনীয়। এজন্য শুধুমাত্র মন্ত্রীসভা থেকে তাকে বাদ দিলেই হবে না। তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
এসময় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, তার শাস্তি প্রদানে কোন ধরনের টালবাহানা করা হলে তার পরিণতি হবে কুখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের মতো। তসলিমা নাসরিনকে যেভাবে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল তাকেও তেমনি দেশ ছাড়া করা হবে।