ইরানের কাছে হেরে কাবাডিতে ব্রোঞ্জ মেয়েদের
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ৭:১০ পূর্বাহ্ণ
ইরানের কাছে হেরে ইনচন এশিয়ান গেমস কাবাডির সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
স্পোর্টস ডেস্ক ::
বৃহস্পতিবার ইরানের মেয়েদের কাছে ৪০-১৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ সেমি-ফাইনালে ওঠায় এই ইভেন্টে ব্রোঞ্জ আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। সেমিতে জিততে না পরায় ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। গোয়াঞ্জোর গত এশিয়ান গেমসেও ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশের মহিলা কাবাডি দল। সংদো গ্লোবাল ইউনিভার্সিটি জিমনেসিয়ামে প্রথমার্ধে ২৫-২ পয়েন্টে পিছিয়ে পড়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ভালো লড়াই করেছে মেয়েরা। দ্বিতীয়ার্ধে ইরানের মেয়েরা ১৫ পয়েন্ট তোলে, বাংলাদেশ তোলে ১৩।
এদিকে এশিয়ান গেমসে হেরেই চলেছে পুরুষ কাবাডি দল। বুধবার ‘এ’ গ্রুপে শেষে ম্যাচে ৩৭-৩৬ ব্যবধানে থাইল্যান্ডের কাছে হারে তারা। আগেই গ্রুপ পর্যায় থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের।