নবীগঞ্জে জামায়াতের ৪০ নেতাকর্মীর জামিন
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ৬:৫৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
পুলিশের ওপর হামলাসহ সহিংসতার তিন মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা জামায়াতের ৪০ নেতাকর্মী।
১ অক্টোবর বুধবার দুপুর ১টায় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন রশীদ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়কে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে জামায়াতের সংঘর্ষ হয়।
এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিশেষ ক্ষমতা আইনে জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীর নাম উল্লেখ করে দুই শতাধিক ব্যক্তিকে আসামী করে পৃথক মামলা দায়ের করে।
এছাড়া একই দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী জামায়াত-শিবিরের ৬৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। বুধবার জামায়াতের ৪০ নেতাকর্মী ওই মামলায় জামিন পেয়েছেন।