হংকং-এর বিক্ষোভকারীদের প্রতি চীনকে সংযত হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ৬:২৭ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক ::
হংকং-এর বিক্ষোভকারীদের প্রতি সংযত আচরণ করার জন্য চীনকে আহ্বান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। বিক্ষোভকে নিয়ন্ত্রণের জন্য বাড়ছে সরকারি চেষ্টাও।
এই অবস্থায় হংকং-এর বিক্ষোভকারীদের প্রতি সরকার যেনো সংযত আচরণ করে সেই বিষয়ে চীনকে বুধবার আহ্বান করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মি. কেরির এই আহ্বানের জবাবে কড়া উত্তর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুধু তাই নয়, ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জন কেরির উপস্থিতিতেই মি. ই গতকাল যুক্তরাষ্ট্র-কেও সতর্ক করেছে। ওয়াং ই বলেছেন, “হংকং-এর ঘটনাটি চীনের একেবারেই অভ্যন্তরীণ ব্যাপার। সব দেশেরই উচিত চীনের সার্বভৌমত্বকে সম্মান করা, এবং আন্তর্জাতিক সম্পর্কের এটি হচ্ছে একটি মূলনীতি।”
মি. ই আরও বলেছেন, যে সমস্ত অবৈধ কর্মকাণ্ড সমাজে বিশৃঙ্খলা তৈরি করে কোনও দেশ বা কোনও সমাজই সেটিকে গ্রহণ করে না।
একটি পূর্ণ স্বাধীন নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে গণতন্ত্র-পন্থীরা।
হংকং-এর চিফ এক্সিকিউটিভ চি লিউং-কে আজ বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করার জন্য বুধবারে সময় বেঁধে দিয়েছে বিক্ষোভকারীরা।
আর যদি এই সময়ের মধ্যে চি লিউং পদত্যাগ না করলে সব সরকারি ভবন দখল করে নেয়ার জন্যও আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।