সিলেট থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ৬:২৩ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে যাত্রা বিরতি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ০৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে সকালে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৯টায় লন্ডন থেকে সরসারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানের বিজি-০৬১ ফ্লাইটে প্রধানমন্ত্রী দেশে ফেরেন।
সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে রওনা দেয় বিমানটি। বিষয়টি পূর্বদিককে নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন।
এদিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাত করেন।
বিষয়টি পূর্বদিককে নিশ্চিত করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, এই সফরে প্রধানমন্ত্রীর দলীয় কিংবা সরকারি কোনো কর্মসূচি ছিলো না। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সিলেট বিমানবন্দরে যাত্রা বিরতি উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও সিলেটে অবস্থান করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান করতে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। অধিবেশন শেষে সোমবার নিউইয়র্ক থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। দুই দিন লন্ডনের সেন্ট্রাল হোটেল হিল্টন অন পার্ক লেইনে অবস্থান করেন।
বুধবার লন্ডন সময় বিকেল ৬টা ৫০ মিনিটে বিমানের বিজি-০৬১ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে লন্ডন হিথরো বিমান বন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।