মন্ত্রিসভার পাশাপাশি দল থেকেও বাদ পড়ছেন লতিফ — প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০১৪, ৬:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মন্ত্রিসভার পাশাপাশি দল থেকেও বাদ পড়ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিআইপি লাউঞ্জে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত রোববার নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে নানা মন্তব্য করেন। তাঁর বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশের বেসরকারি টিভি চ্যানেল ও সংবাদপত্রে এটি প্রচারিত ও প্রকাশিত হয়। লতিফ সিদ্দিকীর মন্তব্যে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।