আল ইসলাহ’র বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ মনোওর আলী
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি দিতে হবে
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ১:৪৩ অপরাহ্ণ
হযরত মোহাম্মদ (সাঃ) ও পবিত্র হজ্ব নিয়ে কটুক্তি করায় মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ”খবিছ দোযখী” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে. এম মনোওর আলী। গতকাল বুধবার সংগঠনের সিলেট জেলা ও মহানগরী শাখার উদ্দ্যেগে লতিফ সিদ্দিকী কর্তৃক ইসলাম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাজারো ইসলামপ্রিয় জনতার উপস্থিতিতে মিছিলটি সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় তিনি আরো বলেন এদেশে যদি শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার দায়ে সাত বছরের কারাদন্ড দেয়া হয় তাহলে মুসলমানদের ঈমান সর্বকালের সর্বশ্রেষ্ট মহমানব, মানবতার মুক্তির দিশরী হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ) ও ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম পবিত্র হজ্ব নিয়ে বিরোপ মন্তব্য করার দায়ে লতিফ সিদ্দিকীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়া উচিত। তিনি তাৎক্ষনিক ভাবে তাকে প্রজাতন্ত্রের সকল দায়িত্ব থেকে অপসারন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
সিলেট জেলা আল ইসলাহ’র সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নূমান এর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশার পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খাঁন ও তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রেদ্বওয়ান আহমদ চৌধুরী।
সমাবেশে উপস্থিত ছিলেন আল ইসলাহ’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওঃ আবু ছালেহ মোঃ কুতবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মাওঃ নজমুল হুদা খান, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, তালামীযের সাবেক সভাপতি হাফিয সুলতান আহমদ, তালামীযের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, আল ইসলাহ সিলেট মহানগরী সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ আতাউর রহমান, তালামীযের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সিলেট মহানগরী সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, পূর্ব জেলা সভাপতি মোঃ উসমান গনি, পশ্চিম জেলা সভাপতি সোহাইল আহমদ তালুকদার জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওঃ আজিজ আহমদ, সহ সাধারণ সম্পদাক মাওঃ ছালেহ আহমদ, সহ প্রচার সম্পাদক মাওঃ খছরুজ্জামান, মহানগরী প্রচার সম্পাদক মোঃ ফয়জুল হক, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওঃ ফয়জুল আলম, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওঃ আখতার আলী প্রমূখ।