কুলাউড়া রেল জংশন স্টেশন
সব টিকিট চলে গেছে কালোবাজারির হাতে, টিকিট শূন্য কাউন্টার!
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ১০:২৭ পূর্বাহ্ণ
নজমুল ইসলাম ::
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের টিকিট কাউন্টারে ঈদ পর্যন্ত ঢাকা কিংবা চট্টগ্রামের কোন টিকিট নেই। তবে দ্বিগুন, তিনগুন বেশি দামে কাউন্টারের সম্মুখে দাঁড়িয়েই মিলছে টিকিট। কুলাউড়া জংশন স্টেশনে ঈদ ও পূজাকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে টিকিট কালোবাজারীচক্র। নির্দিষ্ট দিনের টিকিট উন্মুক্ত হওয়ার ৩০ মিনিটের মধ্যে সকল টিকিট উধাও হয়ে যায়।
সরেজমিন কুলাউড়া রেলস্টেশনে গেলে যাত্রীরা অভিযোগ করেন, ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামগামী কোন ট্রেনের টিকিট নেই বলে জানানো হয়েছে কাউন্টার থেকে।
টিকিট কিনতে আসা যাত্রী আব্দুল আহাদ ও সেলিম আহমদ জানান, কাউন্টারে টিকিট নাই বলার পর পাশেই দাঁড়ানো দালাল ২৫৫ টাকার টিকিট ৫০০ টাকা হলে দেয়া যাবে বলছে!
চট্টগ্রামের ক্ষেত্রে দিতে হচ্ছে ৩ গুন টাকা। যে কোন তারিখের টিকিট দেয়া সম্ভব বলে এখানের এক কালোবাজারী জানায়।
সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান জানান, ৩ অথবা ৪ অক্টোবরের কোন কুলাউড়া স্টেশনে ঢাকার টিকিট না পেয়ে শেষতক বাধ্য হয়ে সিলেট থেকে টিকিট কিনে আনেন।
কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ খান জানান, টিকিট কালোবাজারীরা স্টেশন এলাকায় থাকে না। এরা শহরে বিচ্ছন্নভাবে ঘুরাফেরা করে এবং ফেরী করে টিকিট বিক্রি করে। তারপরও বিষয়টি তিনি গুরত্বের সাথে দেখবেন।
কুলাউড়া স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, আমাদের স্টেশনে কোন ভীড় নেই। টিকিট সংকটও নেই। ঈদের পর টিকিট সংকট হতে পারে।