লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত — হানিফ
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ১০:০৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী বুধবার দেশে ফিরে এই সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বুধবার বিকেলে তিনি জানান, ‘‘প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং কেবিনেট সচিবসহ অনেকেই দেশের বাইরে থাকায় তাঁর অব্যাহতিপত্র এখনো দেয়া হয়নি। তবে তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই তাঁকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেয়া হবে।”
তিনি জানান, ‘লতিফ সিদ্দিকী হজ নিয়ে যে মন্তব্য করেছেন তার দায় সরকার বা দল নেয়নি, নিতে পারে না। তাই এর দায়দায়িত্ব তাঁকেই নিতে হবে। তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করেছেন।”
গত রবিবার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ এবং তাবলিগ নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তবে তিনি তাঁর বক্তব্যে এখনো অটল এবং অবিচল রয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা এবং সারাদেশে হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে যোগ দেয়ার পর লন্ডন গেছেন। সোমবার থেকে তিনি ঢাকায় দায়িত্বশীলদের সঙ্গে কয়েকদফা কথা বলেছেন বলে জানা গেছে। টেলিফোন আলাপে তিনি লতিফ সিদ্দিকীর বক্তব্যের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে তাঁকে শুধু মন্ত্রিসভা নয়, দল থেকেও বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নেয়া হতে পারে আইনি ব্যবস্থা। বুধবার তাঁর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে নানা অনিয়মের তদন্ত।
এদিকে প্রধানমন্ত্রী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও খবর নিচ্ছেন। পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি জাভেদ পাটোয়ারী জানিয়েছেন, ‘‘প্রধানমন্ত্রী মঙ্গলবার সরাসরি তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ পূজা মণ্ডপের নিরাপত্তা আরো জোরদার করতে বলেছেন।” পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ‘‘তাঁরা সারদেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়েছেন যাতে লতিফ সিদ্দিকীর ঘটনায় প্রতিবাদের নামে কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে।”
এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, ‘‘বৃহস্পতিবার ও শুক্রবারের প্রতিবাদ সমাবেশ হবে শান্তিপূর্ণ। আমরা কোনো ধরণের ভাঙচুর বা নাশকতার ঘটনার মধ্যে যাব না। তবে লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা এবঙ সংসদ সদস্য পদ থেকে বাদ দিলেই হবে না, তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তিনি বলেন, ‘‘তাঁকে বাংলাদেশের মাটিতে আর প্রবেশ করতে দেয়া হবে না। তিনি যদি বাংলাদেশে ফেরার চেষ্টা করেন তাহলে বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করতে হবে। নয়তো তৌহিদী জনতা তাঁকে বিমানবন্দর ঘেরাও করে আটক করবে।”
জানা গেছে, লতিফ সিদ্দিকীর রাজনৈতিক বন্ধুরা তাঁকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন। কারণ তাঁরা মনে করেন এমনিতেই তিনি মন্ত্রীত্ব হারিয়েছেন। আর দেশে ফিরলে তাঁকে কারাগারেই যেতে হবে। মাহবুবুল আলম হানিফ বলেন, ‘‘তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না, তা তাঁর বিষয়। কিন্তু তাঁর সঙ্গে সরকার বা দল নেই।”