আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলায় ৭ আফগান সেনা নিহত
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৯:৪৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আফগানিস্তানের রাজধানী কাবুল দু’টি আত্মঘাতী হামলায় অন্তত ৭ আফগান সেনা নিহত ও ১৫ সেনা আহত হয়েছেন।
বুধবার সকালে পশ্চিম কাবুলে সেনাদের বহনকারী একটি বাসে প্রথম হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৭ সেনা নিহত ও অনেকে আহত হন। অপরদিকে উত্তর-পশ্চিম কাবুলে সেনাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে চালানো অপর আত্মঘাতি হামলায় আরও দুই সেনা মারাত্মক আহত হয়েছেন।
আফগানিস্তানের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আয়ুব সালাঙ্গি বলেন, ‘আফগান সেনাদের বহনকারী একটি বাস ও অপর একটি গাড়িতে আত্মঘাতি হামলা দু’টি চালানো হয়।’
২০১৪ সালের শেষে আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন সেনাদের উপস্থিতি বজায় রাখতে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারের সঙ্গে মার্কিনিদের চুক্তি সম্পাদনের এক দিনের মাথায় এসব হামলার ঘটনা ঘটলো।
আফগানিস্থান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসা আফগান তালেবান হামলা দু’টির দায় স্বীকার করেছে।
এ চুক্তিকে ‘যুক্তরাষ্ট্রের মঞ্চায়ীত নাটক’ অভিহিত করে টুইটারে দেওয়া এক বার্তায় তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, চুক্তিকারী ও চুক্তির পক্ষ অবলম্বনকারীরা আফগানদের ইতিহাস ও স্মৃতিতে বিদেশিদের দাস হিসেবে চিহ্নিত হবেন।