সুনামগঞ্জের সুরমা নদীতে সিমেন্ট বোঝাই কার্গোডুবি
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৯:২২ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট এলাকায় আজ বুধবার সকালে ২ কার্গোর মুখোমুখি সংঘর্ষে একটি সিমেন্ট বোঝাই কার্গো নদীতে তলিয়ে গেছে। কার্গোতে সাড়ে ৭ হাজার ব্যাগ সিমেন্ট ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সিমেন্ট বোঝাই কার্গোটি সিলেট থেকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি পাথর বোঝাই কার্গো সুরমা নদীর লঞ্চঘাট এলাকায় এলে ২টি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্ট বোঝাই কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা লোকজন সাঁতরে তীরে ওঠেন। খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে যান। ডুবে যাওয়া কার্গোর চালক দেলোয়ার হোসেন জানান, তাদের কার্গোতে সাড়ে ৭ হাজার ব্যাগ সিমেন্ট ছিল। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। এতে কেউ হতাহত হয়নি। ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারের চেষ্টা চলছে।