এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৮:০২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
এশিয়া গেমস ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কুয়েতকে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
বুধবার চীনের ইনচিওনে বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পরই অবশ্য এ জয়ের খবর লেখা যেত। ক্রিকেট ‘গৌরবময় অনিশ্চয়তার’ খেলা হলেও এ জয় নিয়ে অনিশ্চয়তা বলতে গেলে ছিলই না। হ্যা, ফল অন্যরকম হতে পারতো যদি বৃষ্টির কারণে খেলা ফলাফল শূন্য থাকতো অথবা ম্যাচ বাতিল হতো। তবে আজ ইনচিওনে এমন সম্ভাবনা তেমন খুব একটা ছিল না।
নির্ধারীত ২০ ওভারে মিথুনের অর্ধশতের সঙ্গে (৫৯) তামিম (২৮), এনামুল (৩৮), সাকিব (২৩) ও সাব্বিরের (৩৫) টি-টোয়েন্টি সুলভ ইনিংসের ওপর ভর করে কুয়েতের সামনে ২২৫ রানের বিশাল পাহাড় দাঁড় করায় বাংলাদেশ। বেশি রান তোলার জন্য বাংলাদেশি ব্যাটসম্যানরা এতটাই ‘বুদ’ ছিলেন যে উইকেটের দিকে খেয়ালই ছিলনা তাদের।
আর এ বাংলাদেশি ব্যাটসম্যানদের রান তোলার ‘নেশাকে’ কাজে লাগিয়ে ৯ উইকেট ফেলে দেন কুয়েতি বোলাররা। এক পর্যায়ে তো অলআউট হওয়ার শঙ্কাই পেয়ে বসেছিল বাংলাদেশকে। শেষ পর্যন্ত ২২৪ রানে গিয়ে থামে বাংলাদেশের ইনিংস।
কুয়েতি বোলারদের মধ্যে ফাহাদ ৩টি, মাহমুদ, আলকান্দারি ও আলতাইবি ২টি করে উইকেট নিয়ে সমৃদ্ধ করেছেন নিজেদের ঝুলি।
২২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানেই ফুরিয়ে যায় কুয়েতের ‘ইনিংস’।
বাংলাদেশি বোলারদের মধ্যে আরাফাত সানি ৪টি ও মাহমুদুল্লাহ ৩টি উইকেট নেন। বাকী ৩টি উইকেট সমানভাবে ভাগ করে নেন সাকিব, সাব্বির ও শুভাগত হোম।