সিলেটে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৭:৩৮ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
ইসলাম, হজ ও তাবলীগ জামায়াত নিয়ে নেতিবাচক মন্তব্য করার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ-তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেটের আদালতে মামলা করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আইনজীবী মাসুদুর রহমান খান মুন্না মামলাটি দায়ের করেন।
মামলাটি গ্রহণ করে আদালতের বিচারক পরবর্তীতে (বিকেলে) আদেশ দেওয়ার জন্য রেখে দিয়েছেন বলে আদালতের বেঞ্চ সহকারী ফয়জুর রহমান জানান।
সকাল ১১ টায় বাদী পক্ষে মামলার শুনানি কালে অ্যাডভোকেট সাইফুর রহমান, মির্জা ইয়াকুব, আব্দুস শহীদ ও নজরুল ইসলামসহ প্রায় অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।
মামলার বাদী মাসুদুর রহমান খান মুন্না পূর্বদিককে জানান, ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে মন্তব্য করায় তিনি মুসলমানদের পক্ষে এই মামলা দায়ের করেন।