মাধবপুরে অগ্নিকাণ্ডে অর্ধ-কোটি টাকার ক্ষয়-ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৬:৫৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল্লাহ মার্কেটের খেলু মিয়ার পেট্টলের দোকানে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
এতে সঞ্জিব আলীর মা ডেকোরেটর, ইলিয়াস মোল্লার মাহিদ মোল্লা স্টোর, মদরিস মোল্লার কাপড় ও কেরোসিনের দোকান, গুগুই মিয়ার মুদি দোকান ও খেলু মিয়ার পেট্টলের দোকানসহ মার্কেটের ১০টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পরে খবর পেয়ে মাধবপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাধবপুর দমকল বাহিনীর সহকারী কর্মকর্তা (সাব অফিসার) কাজী মোতাহার হোসেন পূর্বদিককে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে অন্তত অর্ধ-কোটি টাকার ক্ষতি হয়েছে।