ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৬:০৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ফরিদপুরের কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনে মেরামতকারী ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছে।
তারা হলেন- রাবেয়া বেগম (৪৫) এবং ফারুক হোসেন (৪৫)।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোড়াখালী ব্রিজে এ ঘটনা ঘটে।
মধুখালী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মধুখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ সতেজ তাকে জানিয়েছেন ওই স্থানে দুঘর্টনায় দুই জনের মৃত্যু হয়েছে।
রেলওয়ের মধুখালীর স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন জানান, নিয়মিত রেল সড়কটি দেখভালের জন্য মাঝে মধ্যে রেলের মেরামত ট্রেনটি চলাচল করে। তিনি বলেন, ‘দুঘর্টনার ওই স্থানে দুইজনের মুত্যুর খবর শুনেছি।’