ভারতের উত্তর প্রদেশে দু’টি ট্রেনের সংঘর্ষে নিহত ১২
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৫:৫৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে দু’টি ট্রেনের সংঘর্ষে ১২ যাত্রী নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ১০ টা ৪৫ মিনিটে রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৭০ কিলোমিটার দূরবর্তী গোরাখপুর শহরের কাছে নান্দানগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনায় ঘটে।
বারানসি থেকে গোরখপুর আসার পথে ‘কৃষক এক্সপ্রেস’ ট্রেন ‘বরাউনি এক্সপ্রেস’ ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। এ সময় বরাউনি এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইন থেকে ছিটকে পরে। দুর্ঘটনার পর সিগনাল না মানার দায়ে কৃষক এক্সপ্রেসের চালককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা।
ভারতের রেল মন্ত্রণালয় নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রূপি ও আহতদের ২৫ হাজার রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রূপি ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রূপি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।