কুলাউড়ায় মামার হাতে ভাগ্নে খুন
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৫:৩৩ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ার ব্রাহ্মণবাজারের চকের গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মামার হাতে ভাগ্নে রিপন মিয়া (১৯) নামের এক যুবকের খুন হয়েছেন। মঙ্গলবার দুপরে চিকিৎসাধীন অবস্থায় মামার বাড়িতে তিনি মারা যান। নিহত রিপন মিয়া বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের কাদির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর (সোমবার) সকালে চকের গ্রাম এলাকার আপন দুই ভাই তরমুজ আলী ও আজমল আলীর বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। এতে ভাগ্নে রিপন মিয়া এগিয়ে এলে মামা আজমল আলী থাকে রড দিয়ে মাতায় আঘাত করলে সে মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন থাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট নেয়ার পরামর্শ দেন। তারা রিপনকে সিলেট না নিয়ে বাড়িতে নিয়ে আসলে মঙ্গলবার দুপুরে সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।