বড়লেখায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৫:২৬ পূর্বাহ্ণ
বড়লেখা সংবাদদাতা ::
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বড়লেখার পৌর এলাকায় ৩০৮১ দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পৌর মিলনায়াতনে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শাহব উদ্দিন এমপি’র উপস্থিতিতে দ্ররিদ্র পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণপূর্ব আলোচনা সভায় পৌর মেয়র প্রভাষক ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শাহব উদ্দিন এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোওয়ার উদ্দীন, জেলা যুবলীগের সভাপতি কামরান চৌধুরী, বড়লেখা থানার ওসি আবুল হাসেম, কাউন্সিলর কয়সার পারভেজ, তাজ উদ্দিন, আব্দুল মতিন, শাহজান আহমদ, জেবা আক্তার, শাফিয়া বেগম প্রমুখ।