কমলগঞ্জে রেলপথের ধারে কুরবানীর পশুর হাট, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন ::
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগরে অবৈধভাবে রেলভূমির উপর বসানো হয়েছে কুরবানীর পশুর হাট। শমশেরনগরে এক নম্বর রেলপথের ধার ঘেষে ঝুঁকিপূর্ণ অবস্থায় কুরবানীর পশু কেনা বেচাকালে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ভানুগাছ ও শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, ভানুগাছ রেলওয়ে স্টেশনের নবনির্মিত স্টেশন ভবনের প্রবেশ পথ থেকে শুরু করে পুরো কার পার্কিং এলাকায় বসেছে কুরবানীর পশুর হাট। ফলে হাটের দিন ভানুগাছ রেলওয়ে স্টেশনের সকল যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার রুস্তুম আলী ফকির বলেন, তিনি এখন অসুস্থ্য। বিষয়টি রেল ভূ-সম্পত্তি বিভাগের হলেও স্থানীয় লোকজনের ও বিশেষ করে একটি মহলের চাপাচাপিতে রেলওয়ে ষ্টেশনের কার পার্কিং এলাকায় কুরবানীর পশু হাট বসানোয় তিনি কোন প্রকার আপত্তি করতে পারেননি। ভানুগাছ বাজার ইজারাদার সফর আলী ওরফে সাফু মিয়া মোবাইলফোনে জানান, এক সনের জন্য বাজার ইজারা নিয়েছেন ছয় লাখ ১০ হাজার টাকায় (ভ্যাট ছাড়া)। বাজারে পশুর হাট থেকে বেশি আয় হয়। কিন্তু বাজারে পশুর জন্য কোন নির্ধারিত স্থান নেই বলে পৌর কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে রেল ভূমিতে পশু বিক্রির অনুমতি দিয়েছেন।
অন্য দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণ দিকে ১শ গজের মধ্যে ১ নম্বর রেলপথ ঘেঁষে বসানো হয়েছে কুরবানীর পশুর হাট। হাট জমে গেলে অনেক সময় পশু বিক্রেতারা রেলপাতে বসে পশু বিক্রয় করেন। আবার ক্রেতারাও রেলপথের উপর দাঁড়িয়ে পশু ক্রয় করতে দেখা গেছে। এর মাঝে যখনই ট্রেন বিশেষ করে আন্তঃনগর ট্রেন আসলে শুরু হয় হুড়োহুড়ি। এ অবস্থায় যে কোন সময় শমশেরনগরে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রেলভূমিতে অবৈধভাবে কুরবানীর পশুর হাট সম্পর্কে শমশেরনগর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল আজিজ বলেন, রেলওয়ে থেকে কোন প্রকার অনুমতি প্রদান করা হয়নি। স্থানীয় লোকজন বিশেষ করে প্রভাবশালীরাই এখানে কুরবানীর পশুর হাট বসাতে ইজারাদরকে সুযোগ করে। শমশেরনগর বাজার ইজারাদার আব্দুস শহীদ হজ্বব্রত পালনে থাকায় তার সাথে কথা বলা যায়নি। তবে জানা গেছে ভ্যাট ব্যতীত সাড়ে ১৫ লাখ টাকায় এক বছরের জন্য শমশেরনগর বাজার ইজারা গ্রহণ করা হয়। শমশেরনগরেও পশু বিক্রির নির্ধারত স্থান না থাকায় রেলপথ সংলগ্ন রেলভূমিতে পশু ক্রয় বিক্রয় করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ভানুগাছ বাজার ইজারার বিষয়টি পৌর কর্তৃপক্ষের দায়িত্বে উল্লেখ্য করে বলেন, শমশেরনগর একটি বড় বাজার হলেও এখানে মৌসুমী ফল ও পশু বিক্রয়ের নির্ধারিত কোন স্থান নেই। তবে তাই বলে একেবারে রেলপথ ঘেষে রেলভূমিতে কুরবানীর পশুর হাট বসবে এ ব্যাপারে কোন অনুমতি দেওয়া হয়নি।