জুড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মিলন মেলায় রচিত ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে — সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১০:২৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
জুড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পশ্চিম জুড়ী ইউনিয়ন ও জায়ফরনগর ইউনিয়নের ৩টি মণ্ডপ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।
২৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় জুড়ীর পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর কালীকাল ভৈরববাড়ী দুর্গাপূজার মণ্ডপ ও স্টেশন রোডের যুব সংঘ আয়োজিত দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে জায়ফর নগর ইউনিয়নের জাঙ্গিরাই কালীবাড়ী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি আগত দর্শনাথী পূজারী ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কুশল বিনিময়কালে বলেন, হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব উপলক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোকজনের যে মিলন মেলা রচিত হয়। সেই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। অন্যথায় আমাদের সামাজিক-সাম্প্রদায়িক সহাবস্থান অবক্ষয়ের দিকে যেতে পারে। সাম্প্রাদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন জুড়ী উপজেলার গৌরব সমুন্নত রাখতে সবাইকে একসাথে থাকতে হবে। যাতে করে আমাদের এই সম্প্রীতি কেউ বিনষ্ট করার সুযোগ না পায়।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপাপ্ত উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব আজির উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার শাখার সভাপতি মিহির কান্তি দেব মিন্টু প্রমুখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।