সুনামগঞ্জের পাথারিয়ায় প্রশিক্ষিত তরুণীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৮:০৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষ থেকে প্রশিক্ষিত ১২জন তরুণীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে পাথারিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে তাদের সেলাই মেশিন দেওয়া হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন।
এ সময় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদা জামান।
ইউপি সদস্য আক্কাছ মিয়া পরিচালিত সভায় আরো বক্তব্য রাখেন- ইউপি সদস্য সাদিকুর রহমান, কবির আহমদ, জয়নাল আবেদীন, আব্দুল খালেক, হাওয়ারুন নেছা প্রমুখ।