কমলগঞ্জে দুঃস্থদের মাঝে চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৭:০৫ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ পৌরসভা, মাধবপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের দুই হাজার ৮শ’ ৫০ জন দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে এ চাল বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমসেদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আছলম ইকবাল মিলন, আব্দুল হান্নান, মিফতাউল ইসলাম উপরু, আসিদ আলী, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমদ প্রমুখ।