বড়লেখায় মৌলভিবাজার জেলা ছাত্র শিবিরের অর্থ-সম্পাদক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৬:৩১ পূর্বাহ্ণ
বড়লেখা সংবাদদাতা ::
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী থানায় দায়ের করা পৃথক তিনটি পুলিশ এসল্ট মামালায় ওয়ারেন্টভুক্ত জেলা ছাত্র শিবিরের অর্থ-সম্পাদক দেলওয়ার হোসেন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৮ সেপ্টম্বর রোববার রাতে উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতার করে পুলিশ। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসেম গ্রেফাতারের সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত শিবির নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বড়লেখা ও জুড়ী থানায় দায়ের করা পৃথক তিনটি পুলিশ এসল্ট মামালায় ওয়ারেন্ট রয়েছে।