কুলাউড়ায় এবার দু’শতাধিক পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৬:০৫ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু ৩০ সেপ্টেম্বর। কুলাউড়ার ২ শতাধিক পূজামণ্ডপগুলো প্রস্তুত। রঙ আর তুলির আঁচড়ে দেবীর রূপায়ণের কাজ করছেন প্রতিমা শিল্পীরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুলাউড়া শাখার যুগ্ম আহ্বায়ক অজয় দাস জানান, কুলাউড়া উপজেলাতে এবার ১৮৮ টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব। এছাড়া ব্যক্তিগত আরও ১৯ টি পূজামণ্ডপে পালিত হবে দুর্গোৎসব। এর মধ্যে শুধু শহরেই ৭ টি এবং উপজেলার ১৩ টি ইউনিয়নসহ মোট ১৮৮ টি পূজামণ্ডপ তৈরি হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় ১২ টি বেশি। প্রতিমা শিল্পী আকাশ জানান, আশ্বিনের প্রথম থেকে তারা প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। প্রতিমাগুলো রঙ ও পোশাক পরিচ্ছদে সুসজ্জিত করা হয়েছে। সনাতন ধর্মলম্বীদের বৃহৎ উৎসব দুর্গা পূজা ও মুসলিম সম্প্রদায়ের ঈদুল আযহা পাশাপাশি হওয়াতে তৎপর রয়েছেন প্রশাসন।
সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার জানান, দুর্গাপূজা ও ঈদুল আযহা শান্তিপূর্ণভাবে পালনের জন্য পুলিশ প্রশাসনের বিশেষ টিম মাঠে থাকবে। তাছাড়া জনগন যাতে নির্বিঘ্নে দু’টি বৃহৎ উৎসব পালন করতে পারে সেদিকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।