সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৫:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া আরও তিন ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজন মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাখি মিয়া (৪০), দেলোয়ার হোসেন (৪০) ও লেবু মিয়া (৪০)।
তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় গতকাল সোমবার রুমি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত হন কমপক্ষে ছয়জন।
গতকাল মারা যাওয়া ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি পাশের ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
আহত হন মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা গ্রামের পাখি মিয়া, শিবালয় উপজেলার কেশবপট্টি গ্রামের আশরাত আলী, বাগজান গ্রামের দেলোয়ার হোসেন, বরঙ্গাইল গ্রামের মাসুম হোসেন, নালী গ্রামের লেবু মিয়া ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুপ্তিয়র গ্রামের মো. সালাউদ্দিন। এই ছয়জনের মধ্যে আজ সকালে তিনজন মারা গেছেন।