রাজনগরে কাটা রাইফেলসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৪:৫১ পূর্বাহ্ণ
আব্দুর রহমান সোহেল ::
রাজনগরের কেউলা গ্রামের কেউলা ব্রিজের পাশ থেকে সোমবর সন্ধ্যা ৭টার সময় কাটা রাইফেল ও ১রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের এসআই মোবারক হোসেন বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন । ডিবি সূত্র জানায়, গত কয়েকদিন থেকে ধুলিজুড়া গ্রামের মৃত বশির আলীর ছেলে হারুনুর রশিদ নোমান (৩৪)একটি দেশীয় অস্ত্র বিক্রির চেষ্টা করে আসছিল । গোপনসূত্রে খবর পেয়ে মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি এএসএম সিরাজুল হুদার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ২৯ সেপ্টেম্বর সোমবর সন্ধ্যা ৭টার সময় অভিযান চালায়। এসময় ওই যুবককে দেশে তৈরি কাটা রাইফেল, ১ রাউন্ড কার্তুজসহ আটক করে ।
আটক হারুনুর রশিদ নোমান অস্ত্রটি বিক্রির জন্য রেখার বিষয়টি স্বীকার করেছে বলে জানান ডিবি পুলিশের এসআই মোবারক হোসেন । এ ব্যাপারে তিনি বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন।