ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার আন্তরিকাতার সাথে কাজ করে যাচ্ছে — প্রতিমন্ত্রী এম এ মান্নান
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ৫:১৩ অপরাহ্ণ
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান মহাজোট সরকার আন্তরিকাতার সাথে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে এবং তা বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দেশের মানুষ উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা চায়। ডিজিটাল বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে দেশের জনগনের প্রতি আহ্বান জানান তিনি।
২৮ সেপ্টেম্বর রবিবার সিলেট নগরীর একটি হোটেলে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিখির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন ।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. সোলায়মান হোসেন এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জিম হোসেন রতন, সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক রুবিনা হামিদ, ড. কাজী আতাউর রহমান হামিদ প্রমুখ।