লতিফ সিদ্দিকীর বক্তব্যে তালামীযের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ৪:৩৬ অপরাহ্ণ
নিউইয়র্কে তথ্য ও প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী কতৃক হজ ও তাবলিগ জামাত সম্পর্কে দেয়া কটূক্তিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোমবার এক বিবৃতিতে বলেন এদেশে ইসলামবিদ্বেষী যাদেরই উত্থান হয়েছে তালামীয তাদেরকে কঠোর হাতে দমন করেছে।
নেতৃবৃন্দ সালমান রুশদি ও তাসলিমা নাসরিনের পরিণতির কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন এদেশ থেকে তাদেরকে যেভাবে তাড়িয়ে দেয়া হয়েছিল লতিফ সিদ্দিকীও যদি তার বক্তব্যের জন্যে ক্ষমা না চান তাহলে ইসলামপ্রিয় জনতা তকেও সেরকম দেশ ছাড়াতে বাধ্য হবে। নেতৃবৃন্দ এ ব্যাপারে সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, স্ংগঠনিক সম্পাদক মোঃহাফিজুর রহমান,প্রচার সম্পাদক মুহা.শরীফ উদ্দীন,অর্থ সম্পাদক মোঃ মোস্তফা হাসান চৌধুরী গীলমান,সহ-অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেদ্বওয়ান আহমদ চৌধুরী ও সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল ফদ্বল মোঃ ত্বোহা প্রমুখ।