কুলাউড়া রেল স্টেশনে পুলিশের তথ্য সেবা কেন্দ্র স্থাপন
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কুলাউড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ২৪ ঘণ্টা তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ। কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও রাজনগর উপজেলায় যাত্রীদের ট্রেন চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে কুলাউড়া, রেলওয়ে স্টেশন।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, ছিনতাই রোধ, ট্রেন যাত্রীদের নিরাপদ ভ্রমণ, টিকেট কালোবাজারীসহ সব রকম হয়রানি থেকে যাত্রীদের রক্ষা করতে সরকারি নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা একজন পুলিশ অফিসারের তত্ত্বাবধানে পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত এ সেবা কার্যক্রম ঈদুল আযহা পর্যন্ত অব্যাহত থাকবে।